আমাদের ভারত, কোচবিহার, ২২ জানুয়ারি: বিজেপি যেদিন ক্ষমতায় আসবে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে বিজেপি কর্মীদের ওপর করা পুলিশের মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। আজ কোচবিহারের পুন্ডিবাড়ীতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘোষণা করেন।
গতকাল তুফানগঞ্জে মহামিছিলের পর আজ দিলীপ ঘোষ’কে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিজেপি প্রভাবিত কর্মচারী যোথ মঞ্চ সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে। সেখানেই দিলীপবাবু বলেন, সভা আটকাতে এই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন, এইভাবে বিজেপিকে আটকানো যাবে না। তিনি বলেন, পুলিশের কর্তারা তৃণমূল কংগ্রেসের বাড়ির চাকর বাকরের মতো আচরণ করছে।
আজ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিজেপি সভাপতির কর্মসূচি থাকলেও তার অনুমতি দেওয়া হয়নি, এমনকি বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। বিজেপির অভিযোগ, সভা বাতিল করতেই ষড়যন্ত্র করেছে তৃণমূল এবং প্রশাসন। শেষপর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা দূরে মঞ্চ করে দিলীপবাবুকে সম্বর্ধনা দেওয়া হয়।
যদিও প্রশাসনের এই সিদ্ধান্তের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল। তাদের অভিযোগ এলাকাকে অশান্ত করতেই সেখানে সভার আয়োজন করেছে বিজেপি তাই এলাকায় ১৪৪ ধারা জারি করে সঠিক কাজ করেছে প্রশাসন।