আমাদের ভারত, ৮ নভেম্বর: শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরকারের পাঠানো শীতকালীন অধিবেশনের প্রস্তাবনায় সম্মতি জানালেন। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু সংসদের অধিবেশন শুরুর ঘোষণা করেন। আগামী ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত অধিবেশন চলবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। গণতন্ত্রকে মজবুত করতে দেশের মানুষের প্রত্যাশা পূরণে গঠনমূলক আলোচনা হবে এই অধিবেশনে বলে আশা করছে সরকার, বলে জানান তিনি।
সংসদের বাদল অধিবেশন উত্তাল হয়েছিল একাধিক ইস্যুতে। ২৬ এপ্রিল পেহেলগাঁও হামলা, তারপর ভারতের অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হয়েছিল সংসদে। কেন্দ্র ও বিরোধীদের মধ্যে তরজা তুঙ্গে উঠেছিল। সেই সময় উঠেছিল এস আই আর ইস্যুও। বিরোধিতা হয়েছিল বিহারের এস আই আর- এর। দফায় দফায় তা নিয়ে সংসদে অধিবেশন মুলতবি ঘোষিত হয়েছিল।
গত অধিবেশনে সংসদে আনা হয়েছিল ১৩০তম সংবিধান সংশোধনী বিল। সেখানে বলা হয়েছিল যে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি কোনো মামলায় গ্রেফতার হন এবং ৩০ দিন জেলবন্দি থাকেন তাহলে তাকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এই বিলের তীব্র বিরোধিতা করে বিরোধী দলগুলো। সংসদে ছিঁড়ে ফেলা হয় বিল। দফায় দফায় মুলতুবি হাওয়ায় অধিবেশনের মোট সময়ের মাত্র ৩১ শতাংশ কাজ হয়েছিল লোকসভায়। রাজ্যসভায় কাজ হয়েছিল ৩৯ শতাংশ। মোট ১৫টি বিল পাস হয়েছিল অধিবেশনে।

