আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৬ অক্টোবর: মাদারিহাট-বীরপাড়া ব্লক দিনদিন কাঠ মাফিয়াদের স্বর্গ রাজ্যে পরিণত হয়ে উঠছে। দিন দিন বাড়ছে কাঠ মাফিয়াদের দৌরাত্ম্য। তবে হাত গুটিয়ে নেই নেই বনকর্মীরা। সংখ্যায় স্বল্প সংখ্যক এবং মান্ধাতার আমলের হাতিয়ার নিয়ে প্রতিদিনই কাঠ চোরেদের সঙ্গে পাল্লা দিচ্ছেন। বৃহস্পতিবার রাতে দুটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে সেগুন কাঠ সহ দুইটি ছোট গাড়ি আটক করছে বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা।
বনদপ্তর সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ৪৮ নং এশিয়ান হাইওয়েতে মাদারিহাটগামী একটি ছোট মালবাহী গাড়ি আটক করে তল্লাশি চালালে সেখান থেকে প্রায় ২৫ সিএফটি মূল্যবান চোরাই সেগুন কাঠ উদ্ধার হয়।আটক করা হয় মালবাহী গাড়িটি। আবার একই রাতে সাড়ে ৯টা নাগাদ ব্লকের পাগলি নদী সংলগ্ন দলমোর চা-বাগান এলাকার একটি বাজারে দ্বিতীয় অভিযান চালিয়ে লক্ষাধিক মূল্যের সেগুন কাঠ সহ একটি যাত্রীবাহী মারুতি ভ্যান বাজেয়াপ্ত করা হয়। তবে দুটি ঘটনায় কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে কাঠচোরের দল নিমেষের মধ্যে গা ঢাকা দিয়ে পালিয়ে যায়। দলগাঁও বন দপ্তরের রেঞ্জার দোরজি শেরপা জানান, “পৃথক দুটি অভিযানে প্রায় দুই লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ সহ নম্বর বিহীন দুটি ছোট গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।”