আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ এপ্রিল: দরিদ্র সীমার নীচে বসবাসকারিদের জন্য কেন্দ্রীয় সরকার উজালা গ্যাস বিনা পয়সায় দেবার সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে রায়গঞ্জের গ্যাস ডিলাররা গ্রাহকদের কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু করেছে। ফলে আবেদনপত্র জমা দিতে রায়গঞ্জ ভারত এবং ইন্ডেন গ্যাস ডিলারের দোকানে মানুষের ভিড় উপচে পড়ছে। সামাজিক দূরত্বের কোনও রকম বালাই নেই। গ্যাস ডিলারের কর্মীদের অভিযোগ, একাধিকবার আবেদনকারিদের সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়াবার অনুরোধ করা হলেও গ্রাহকরা সেই আবেদনে পাত্তা না দিয়ে দোকানের সামনে ভিড় জমাচ্ছেন।ফলে লকডাউন শিকেয় উঠেছে রায়গঞ্জ শহরে।