স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১০ নভেম্বর: দীপাবলিতে হাইকোর্ট নিষিদ্ধ করেছে বাজি। কিন্তু তাসত্বেও
রায়গঞ্জের কলেজপাড়ার মোদক দম্পতি পটকা, তুবড়ি, রংমশাল, চকলেট তৈরি করছেন। মোদক দম্পত্তির ভয়শূন্যভাবে এই বাজি বানানোর কারন, হাতে নিয়ে কেউ আগুন দেবে না, মুখে পুরবে।
দীপাবলিকে আরও একটু মিষ্টি করে তুলতে পটাকা চকোলেট বাজারে এনে চমক দিলেন কলেজপাড়ার বাসিন্দা শুভদীপ ও সুদীপ্তা মোদক। ঘরোয়া উপকরণ ব্যবহার করেই তৈরি করে ফেললেন তুবড়ি, চড়কি, তারাবাতির ও চকোলেট বোমার আদলে নানান সুস্বাদু চকোলেট। উত্তর দিনাজপুর জেলাবাসীর আলোর উৎসব দীপাবলিকে আরও রঙিন করতে ও শিশুমনে আতসবাজির চাহিদা পূরনে এই অভিনব উদ্যোগ বলে জানাচ্ছেন পেশায় শেফ শুভদীপ ও সুদীপ্তা মোদক। টেলিফোন বা হোয়াটসঅ্যাপে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে লঙ্কা পটকা, তুবড়ি ও চকোলেট বোমার আদলে তৈরি প্যাকেট ভর্তি চকোলেট। দামও নাগালের মধ্যেই।
কলকাতা হাইকোর্টের নির্দেশে বন্ধ রয়েছে বাজি বাজার। বারুদের ধোঁওয়ায় করোনা আক্রান্তদের শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যেতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসক ও পরিবেশবিদরা। ফলে আসন্ন দীপাবলিতে দেখা মিলবেনা বারুদের তৈরি তুবড়ি, চড়কি, তারাবাতির মতো রঙিন আতসবাজির। তবে রায়গঞ্জ শহরের আট থেকে আশি সকলের মন ভালো করতে বিস্কুট, চকোসের মতো উপকরণ ব্যাবহার করে নানান রকমের সুস্বাদু চকোলেট বানিয়ে ফেলেছেন রায়গঞ্জ শহরের কলেজপাড়ার বাসিন্দা শুভদীপ ও সুদীপ্তা মোদক।