ঘটালে বন্যা দুর্গতদের পর্যাপ্ত নৌকা দোওয়ার দাবি সিপিএমের

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ আগস্ট :
ঘাটাল পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ড প্লাবিত।এলাকাগুলিতে নৌকো বা ডিঙ তে মানুষজন চলাচল করছে। তারওপর জলে জমে আছে কচুরিপানার স্তুপ। কুড়ি মিনিটের রাস্তা নৌকোয় যাতায়াত করতে সময় লাগছেএকঘন্টা, কারণ কচুরিপানার স্তুপ সরিয়ে নৌকা চলাচল করতে হচ্ছে। থমকে যাচ্ছে নৌকা। আর এই সমস্যার সুরাহার দাবিতে আজ সিপিএম ঘাটাল পুরসভায় ডেপুটেশন দিল।

সিপিএমের দাবি, প্লাবিত এলাকায় মানুষজনের যাতায়াতের জন্য পর্যাপ্ত নৌকো দিতে হবে। কচুরিপানা সরানোর দাবির পাশাপাশি এলাকায় পর্যাপ্ত খাদ্য এবং পানীয় জল পৌঁছানোর দাবি জানিয়েছে। শিলাবতী নদীর পূর্বপাড়ের ওয়ার্ডগুলিতে একটু বৃষ্টিতে রাস্তায় জল জমে যায়। নর্দমার জল রাস্তায় জমে যায়। রাস্তা চলাচলের অযোগ্য হয়ে ওঠে। এই সমস্যা সমাধানেরও দাবি করা হয়। ডেপুটেশনে ছিলেন সিপিএম নেতা চিন্ময় পাল, শ্রীকৃষ্ণ শীল, তাপস চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *