স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ ডিসেম্বর: রায়গঞ্জের সুপ্রিয়া হত্যাকান্ডের মূল অভিযুক্ত প্রবাল সরকারকে জেল হেপাজত দিল আদালত। পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হতেই বৃহস্পতিবার প্রবালকে পুনরায় রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। প্রবালের আইনজীবী জামিনের আবেদন জানালে তা না মঞ্জুর করে তাকে ১৪ দিনের জেল হেফাজত দেন বিচারক।
তবে এই মামলায় আরও একটি নতুন তথ্য উঠে এসেছে পুলিশি তদন্তের জেরে। সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, পুলিশি জিজ্ঞাসাবাদ চলাকালীন জলপাইগুড়িতে প্রবালের নির্দেশিত স্থান থেকে উদ্ধার হয়েছে নিহত মহিলার একাধিক গয়না। এরই পাশাপাশি সরকারি আইনজীবী বলেন, মহিলার গয়নাগুলি নিয়ে যাওয়ার পর সেখান থেকে বেশ কিছু গয়না একটি আর্থিক সংস্থায় বন্ধক রেখে লক্ষাধিক টাকা ঋণও নিয়েছিল প্রবাল। যার কাগজপত্রও উদ্ধার হয়েছে। সুতরাং খুনের পর প্রচুর গয়নাগাটি লুট করে চম্পট দিয়েছিল প্রবাল এবারে সেই তথ্য সামনে এল। যদিও এখনও খুনের প্রকৃত কারণ স্পষ্ট হয়নি।