জয় লাহা, দুর্গাপুর, ১১ এপ্রিল: পবিত্র নদী মা গঙ্গা। তাই গঙ্গা দূষণ রোধ করা জরুরি। একই সঙ্গে পরিবেশকে সুস্থ রাখতে বৃক্ষরোপণ ও মাটি দুষন রোধ করা জরুরি। আর ওই বার্তা নিয়ে দুর্গাপুর থেকে পায়ে হেঁটে রাষ্ট্রপতির কাছে পৌঁছালেন দম্পতি। রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করে স্মারকলিপি দিলেন।
পৃথ্বীরাজ সঞ্জয় চক্রবর্তী এবং তাঁর স্ত্রী রমা চক্রবর্তী দুর্গাপুর, জবরপল্লির বাসিন্দা। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে ৫২ দিন আগে দুর্গাপুর থেকে পায়ে হেঁটে রওনা দেন ওই দম্পতি।
উদ্দেশ্য, ভারতবর্ষের পবিত্র নদী মা গঙ্গা’কে দূষণের হাত থেকে বাঁচানো। তাই তাদের শ্লোগান “সেভ রিভার গঙ্গা।” পরিবেশকে সুস্থ ও দূষণমুক্ত রাখতে অবাধ বনসৃজন জরুরি। তাদের দাবী প্রতিটি বাড়িতে, স্কুলে, রাস্তার পাশে গাছ লাগানো দরকার। ধরত্রী মা মৃত্তিকাকে শুদ্ধ রাখার তাগিদে বর্জ্য পদার্থকে প্রকৃত রূপে ব্যবস্থাপনা করা। প্লাস্টিক থার্মোকলের ব্যাবহার বন্ধ করা। একই সঙ্গে জলসংরক্ষনের জন্য বৃষ্টির জল ধরে রেখে তার সঠিক ব্যবহারের অভ্যাস বাড়ানো। তাপবিদ্যুতের বদলে সৌরবিদ্যুৎ ব্যাবহার করা। রাস্তায় এবং ঘরে সৌরবিদ্যুৎ ব্যবহার করা। মহিলা স্বশক্তিকরণের উদ্দেশ্যে আরো বেশী করে পদক্ষেপ গ্রহন করা। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে আরও পদক্ষেপ করা। এছাড়াও কৃষকের মৃত্যু হলে, তার হাসপাতালের বিল মুকুব করার দাবি জানিয়েছেন।
সোমবার প্রায় ১৫০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে দিল্লি পৌঁছেছেন ওই দম্পতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন, বর্ধমান-দুর্গাপুর লোকসভার সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
সেখানে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের দাবী সম্মলিত স্মারকলিপি তুলে দেন রাষ্ট্রপতির হাতে এবং ধরিত্রী মা’কে রক্ষা করতে কিছু পদক্ষেপ করার অনুরোধ করেন পৃথ্বীরাজ সঞ্জয় চক্রবর্তী এবং তাঁর স্ত্রী রমা চক্রবর্তী।