সাথী প্রামানিক, পুরুলিয়া, ১ মে: হাজার দুঃস্থকে খাবার খাইয়ে নিজেদের বিবাহের রজতজয়ন্তী উদযাপন করলেন এক দম্পতি। পেশায় রেলের গার্ড পুরুলিয়ার
আনারা রেল কলোনির বাসিন্দা ওই দম্পতির ১ মে বিয়ে হয়েছিল। ওই দম্পতি সাধন কুমার সরকার ও তাঁর স্ত্রী কাকুলি সরকার বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে এলাকার এক হাজার দুঃস্থ মানুষকে খিঁচুড়ি সবজি চাটনি খাওয়ালেন।
তাঁদের বিবাহ বার্ষিকীতে এলাকার দুঃস্থ, অসহায় মানুষদের পাশে থেকে কাটাতে চেয়েছিলেন ওই দম্পতি। ইচ্ছে পূরণে সাথে দিলেন স্থানীয় দুঃস্থরা।