আমাদের ভারত, হুগলী, ৫ ডিসেম্বর: দিদিকে বল কর্মসূচিতে যোগ দিলেন না স্থানীয় কাউন্সিলর। স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াই এলাকায় ঘুরলেন বিধায়ক। এই কর্মসূচিতে কাউন্সিলরের যোগ না দেওয়া প্রসঙ্গে বিধায়ক বলেন, মানুষের বিক্ষোভের ভয়েই আসেনি কাউন্সিলর।
আজ দিদিকে বলো কর্মসূচি পালন করতে চূঁচুড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনীতে যান বিধায়ক অসিত মজুমদার। দলের অন্যান্যরা থাকলেও অনুপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর। তার বিরুদ্ধে হাজারও অভিযোগে সরব হন এলাকার মানুষজন। ড্রেন থেকে রাস্তা, ন্যানো বাড়ি থেকে সার্টিফিকেট প্রদান সবেতেই কাউন্সিলর দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ মানুষের। এলাকায় গিয়ে এইসব অভিযোগ শুনতে হয় বিধায়ককে। সবথেকে বড় অভিযোগ, ছ’মাস ধরে এলাকার ড্রেন পরিস্কার করা হচ্ছে না।
সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শোনেন বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও মানুষের মধ্যে দিদিকে বলো কার্ড বিলিও করেন তিনি। কাউন্সিলর না থাকা প্রসঙ্গে তিনি বলেন, কাউন্সিলর এলাকায় এলে মানুষের বিক্ষোভের মুখে পড়বে, সেই ভয়েই আসেনি। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
বিধায়কের সঙ্গে ছিলেন পুরসভার চেয়ারম্যান গৌরী কান্ত মুখার্জি ও দলের কর্মীরা।