সাথী দাস, পুরুলিয়া, ১ মার্চ: স্ট্রং রুমের পিছনে সিঁড়ি লাগিয়ে ভোট কারচুপির অভিযোগ উঠল পুরুলিয়ায়। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুললেন বিরোধী প্রার্থীরা। মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে পুরুলিয়া পুরসভার স্ট্রং রুম করা হয়েছে। সেখানের দোতলায় মূলত স্ট্রং রুম রয়েছে। পিছনে বাঁশের সিঁড়ি লাগিয়ে থাকতে দেখে এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন বিরোধী প্রার্থীরা। এটাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্ট্রংরুম চত্বরে। বার বার তৃণমূলের বিরুদ্ধে ওই সিঁড়ি বেয়ে স্ট্রং রুমে ঢুকে ইভিএমে কারচুপির অভিযোগ জানাতে থাকেন বিজেপি, কংগ্রেস সহ নির্দল প্রার্থীরা।
যদিও রিটার্নিং অফিসার তথা পুরুলিয়া সদর মহকুমা শাসক বিমলেন্দু দাস বলেন, এই অভিযোগ অমূলক। পুরো সিসি টিভির ফুটেজ রয়েছে। পিছনের জানালা সিল করার সময় ওই সিঁড়ি ভুল করে থেকে গিয়েছে।