দার্জিলিংয়ে একটানা ভারি বৃষ্টিপাতে একাধিক জায়গায় ধস, ক্ষতিগ্রস্ত বেশ কিছু বাড়ি

আমাদের ভারত, শিলিগুড়ি, ২৮ আগস্ট: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গত কয়েকদিন থেকে উত্তরবঙ্গের দার্জিলিং জেলা সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত চলছে। আর কয়েকদিন ধরে এই একটানা বৃষ্টির জেরে শিলিগুড়ির বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এই এলকাগুলির মধ্যে রয়েছে অশোকনগর, শক্তিগড়, মিলনপল্লী, অম্বিকানগর, হায়দারপাড়া, হাকিমপাড়া, দেবাশীষ কলোনি, উত্তর মাল্লাগুড়ি সহ শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজার চত্বর। পাশাপাশি পাহাড়ের বেশ কিছু এলাকায় ছোটখাটো ধস নেমেছে। ধস পড়েছে ২৯ মাইলেও। তবে কোথাও হতাহতের খবর নেই।

পাহাড়ে টানা বৃষ্টিতে ধস নেমেছে কয়েকটি জায়গায়। কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধস নেমেছে ২৯ মাইলেও, তাতেও বিপাকে পড়েন আমজনতা। যদিও ধস সরিয়ে যানচলাচল শুরু হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। তবে বৃষ্টির ভ্রুকুটি থাকায় ধস পড়ার সম্ভবনা থেকেই যাচ্ছে। তাই পাহাড়জুড়ে বিপর্যয় মোকাবিলা দলকে তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। একইসাথে উত্তর মাল্লাগুড়ি ও শক্তিগড় এলাকার বেশ কয়েকটি জায়গাতে হাঁটু পর্যন্ত জল, আবার কোথাও কোমরের কাছাকাছি জল জমে রয়েছে। এলাকার বেশ কয়েকটি বাড়িতেও জল ঢুকে যায় বলে খবর। তবে ওই এলাকার সাধারণ মানুষরা এখন নাওয়া-খাওয়া ভুলে চরম সঙ্কটের মধ্যে রয়েছে। একই অবস্থা শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের পাঁচকেল গুড়ি এলাকায়। কোথাও হাঁটু পর্যন্ত জল তো কোথাও আবার কোমরের কাছাকাছি পর্যন্ত জল। এনজেপি রেল হাসপাতালের উলটো দিকে আন্ডারপাসে কোমর সমান জল। ওই এলাকার বাসিন্দারা এই জলের মধ্যে দিয়েই যাতায়াত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *