জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: খড়গপুর থেকে ওড়িশা যাওয়ার পথে একটি চিপস বোঝাই লরি হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কন্টেইনার নিয়ন্ত্রণ হারিয়ে চিপস বোঝাই লরির পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কন্টেইনারের চালকের। কন্টেইইনারে থাকা বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার শ্যামপুরার কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে।
দুর্ঘটনায় কন্টেনারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দ্রুত গতিতে একই দিকে যাচ্ছিল দুটি গাড়ি। সামনে থাকা চিপস বোঝাই লরিটি ব্রেক মারলে পেছনে থাকা কন্টেইনারটি গতি সামলাতে না পেরে ধাক্কা মারে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাকি আহতদের জিজ্ঞাসা করে তাদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে বেলদা থানার পুলিশ। চিপস্ বোঝাই লরির চালক ও খালাসি পলাতক। গাড়িগুলি আটক করেছে পুলিশ।