Suvendu, BJP, রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় মন্দির নির্মাণের কাজ হবে, ঘোষণা শুভেন্দুর

আমাদের ভারত, ১৪ মার্চ: নন্দীগ্রামে শহিদ দিবসের মঞ্চ থেকে রাম মন্দির তৈরির ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৬ এপ্রিল রাম নবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে শুক্রবার ঘোষণা করলেন তিনি। এদিন সোনাচূড়া গ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপণ করেন তিনি।

সোনাচূড়া গ্রামে প্রায় সাড়ে তিন বিঘা জমির উপর রাম মন্দির তৈরির কথা আগেই জানিয়েছিলেন শুভেন্দুবাবু। এক বছরের মধ্যে সেই নির্মাণ শেষ হবে জানিয়েছিলেন তিনি। এদিন শহিদদের শ্রদ্ধা জানানোর মঞ্চ থেকে সেই কথা আবারও জানালেন তিনি।

শুভেন্দুবাবু বলেন, “রাম নবমীর দিন মন্দির নির্মাণ শুরু হবে। নন্দীগ্রামের দক্ষিণপ্রান্তে সোনাচূড়াতে মন্দিরের নির্মাণ শুরু হবে। এখানে অয্যোধার রাম মন্দিরের আদলে মন্দির তৈরি হবে।”

নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে জমি রক্ষা আন্দোলনের সময় ২০০৭ সালের ১৪ মার্চ পুলিশ অভিযান চালায়। ওই দিন পুলিশের গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয় বলে অভিযোগ। নিহতদের স্মরণে প্রতি বছর ১৪ মার্চ রাজ্যজুড়ে নন্দীগ্রাম দিবস পালন করে তৃণমূল-সহ বিভিন্ন সংগঠন। ২০২১ সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর নন্দীগ্রাম দিবসও ভাগ হয়েছে। এখন আলাদা আলাদা কর্মসূচি পালন করে তৃণমূল ও বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *