আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ নভেম্বর: রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে দলবদল একটা সাধারণ ঘটনা। তৃণমূল ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সিপিএম ও কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছে বহু কর্মী ও নেতা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল ও সিপিএম থেকেও বহু নেতাও কর্মী আবার বিজেপিতে যোগ দিয়েছে বা দিচ্ছে। অনেকেই আবার বিজেপি সিপিএম থেকে তৃণমূল ফিরে যাচ্ছে। তবে বিগত কয়েক বছরে তৃণমূল সিপিএম থেকে কংগ্রেসে যোগদানের ঘটনা খুব একটা নজরে আসেনি। কেন্দ্র ও রাজ্যে কংগ্রেস ক্ষমতায় না থাকায় পূর্ব মেদিনীপুর জেলায় ক্রমশই ক্ষয়িষ্ণু দলে পরিণত হয়েছে কংগ্রেস। সেই কংগ্রেসের আজ শক্তি বৃদ্ধি হল এই জেলায়। তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করল বেশ কিছু কর্মী। আজ মহিষাদল ব্লক কংগ্রেসের কর্মিসভায় জেলা কংগ্রেস সভাপতি মানস কর মহাপাত্রর উপস্থিতিতে সুতাহাটা ব্লকের তাপস মান্নার নেতৃত্বে অসীম মাইতি, সুদীপ মাইতি, শেখ জয়নাল সহ জনা তিরি তৃণমূল কর্মী কংগ্রেসে ফিরলেন।
প্রসঙ্গত, উল্লেখ্য তাপস মান্না দীর্ঘদিন সুতাহাটা ১ ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন। ঘর ওয়াপসি, ঘরের ছেলে ঘরে ফিরছে, ভিড় বাড়ছে বলে জানালেন কংগ্রেস নেতৃত্ব। মানস কর মহাপাত্র জেলা কংগ্রেস নতুন জেলা সভাপতি হওয়ার পর কংগ্রেসে ফেরার ঢল নেমেছে বলে উল্লেখ করেন দলীয় নেতৃত্ব। জেলা সভাপতি অমিত কর মহাপাত্র কর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন, ভরসা রাখুন হাতে, কংগ্রেস সর্বদা আপনার সাথে।