জাঙ্গিপাড়ায় মৃত বালিকার বাড়ি যাওয়ার সময় বাধার মুখে পড়লেন কংগ্রেসের প্রতিনিধি দল

আমাদের ভারত, হুগলি, ৯ অক্টোবর: জাঙ্গিপাড়ায় মৃত নাবালিকার বাড়িতে যেতে বাধার মুখে পড়লেন কংগ্রেসের প্রতিনিধি দল। রবিবার গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে পিছু হটল কংগ্রেসের ওই প্রতিনিধি দলটি।

প্রসঙ্গত, জাঙ্গিপাড়া শ্রীহট্ট এলাকায় দশমীর রাতে নিখোঁজ হয় বারো বছরের এক নাবালিকা। তিন দিন পর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এই ঘটনায় বালিকাটির পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার সকালে জাঙ্গিপাড়ায় মৃত বালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যায় কংগ্রেসের প্রতিনিধি দল। সেই সময় তাদের প্রবল বিক্ষোভ মুখে পড়তে হয়। এদিন জাঙ্গিপাড়ায় পৌছয় উত্তরপাড়া ও রিষড়ার মোট ১২ জন কংগ্রেস নেতা। কিন্তু, তাঁদের দেখে রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা। এদিন উত্তেজিত গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, আমাদের এলাকার মেয়ে মারা গিয়েছে। আর এরা এখানে রাজনীতি করতে এসেছে।

কংগ্রেসের প্রতিনিধি দলের তরফে এদিন জানান হয়, ওই নাবালিকার পরিবারের পাশে থাকতে তারা এসেছিলেন। কোনওভাবেই রাজনীতি করা তাঁদের উদ্দেশ্য ছিল না। ঘটনার পেছনে তৃণমূলের ইন্ধন রয়েছে বলে তাঁদের দাবি।

এদিন বিজেপির তরফে জাঙ্গিপাড়া থানায় যান প্রিয়াঙ্কা ট্রিব্রুয়াল সহ বিজেপির নেতা কর্মীরা। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা দেবী বলেন, আমরা মৃতের পরিবারের পাশে আইনি সহায়তা দিতে এসেছি। পুলিশ বিষয়টাকে গুরুত্ব দিলে এতো দিনে অভিযুক্ত ধরা পড়ে যেত। এরপরও পুলিশ আরও চব্বিশ ঘন্টা সময় চাইছেন।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, পুলিশ প্রশাসনের কাছে বলা হয়েছে দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বার করে আইনত তাদের শাস্তির ব্যবস্থা করতে। বিরোধী দলগুলি সেখানে গিয়ে নাবালিকার মৃত্যু নিয়ে রাজনীতি করছে। এটা একেবাতেই ঠিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *