আমাদের ভারত, ৫ মার্চ: আগামী নির্বাচনে তৃণমূল জিতলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে ফের হুঁশিয়ারি দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বুধবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “বাংলাদেশকে দেখে শিখুন। ২০২৬ সালে পশ্চিমবঙ্গে যদি তৃণমূল ফিরে আসে তাহলে রাজ্য মুসলিম-প্রধান হওয়ার দিকে আরো বহুদূর এগিয়ে যাবে। তারপর হিন্দুদের আর ফিরে আসার রাস্তা থাকবে না। বিশেষত হিন্দু মেয়েদের অবস্থা ভয়াবহতর হবে। তাই যেসব হিন্দু প্রাণের ভয়ে, ব্যবসার কারণে, বা দুটো পয়সার জন্য তৃণমূল করেন তারা তা করতে থাকুন। কিন্তু মনে মনে সংকল্প করে নিন যে ভোটটা বিজেপিকে দেবেন।”