CPIM, Sujan Chakraborty, “আর জি কর ইস্যু নিয়ে সাধারণ মানুষের প্রতিবাদ সমাজ ব্যবস্থার জন্য,” বললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ অক্টোবর: আর জি কর ইস্যু ভোটের জন্য নয়, সাধারণ মানুষের এই প্রতিবাদ সমাজ ব্যবস্থার জন্য। তাই আর জি কর ইস্যুকে আমরা ভোটের জন্য বলে মনে করি না। রবিবার বিকেলে খড়্গপুরে সিপিআইএমের একটি বৈঠকে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।

তিনি বলেন, স্বাস্থ্য সচিব অপদার্থতার সীমানায় পৌঁছে গেছে। জুনিয়র ডাক্তাররা চিঠি দিয়ে স্বাস্থ্য সচিবের অপসারণ দাবি করেছেন। মুখ্যমন্ত্রী পারলে সমস্যা মেটান। এই সরকারকে বিশ্বাস করা যায় না। তার দলের লোকেরা বিশ্বাস করে না, তাই ডাক্তাররাও বিশ্বাস করে না। আর সেই কারণেই অনশন তুলে আলোচনায় যাওয়ার কথা ডাক্তাররা মানছেন না। ডাক্তাররা এর আগেও মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছেন, এবারেও যাবেন। গিয়ে যদি আলোচনার মাধ্যমে তাদের মনে হয় যে সরকার দর্শকের ভূমিকা পালন করবে তাহলে তারা তাদের মতো ভাববেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *