By-election, আর জি কর- এর ঘটনার আবহেই রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা কমিশনের

আমাদের ভারত, ১৫ অক্টোবর: আর জি কর- এর ঘটনা নিয়ে উত্তপ্তর রাজ্য রাজনীতি। জুনিয়ার ডাক্তাররা রাস্তায় আমরণ অনশনে বসে রয়েছেন। প্রতিবাদে সামিল আমজনতা। এই আবহেই রাজ্যে ছয়টি বিধানসভা এলাকায় উপনির্বাচনের দিন ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন।

মঙ্গলবার মহারাষ্ট্র, ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। তার সঙ্গেই পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর ওই ছয়টি আসনে উপনির্বাচন হবে।

যে ছয়টি আসনে উপ নির্বাচন হবে সে আসনগুলি তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাট। এই ছয়টি আসনে বিধায়করা ২৪-এর লোকসভা নির্বাচনে জয়ী হবার পর বিধায়ক পদে ইস্তফা দেন। তাদের এই আসনগুলিতে উপনির্বাচন হচ্ছে।

পশ্চিমবঙ্গের এই ছয়টি আসন ছাড়াও দেশের আরো দুটি রাজ্যে ৪২টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে।

একুশের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর থেকে জিতেছিলেন তৃণমূলের জুন মালিয়া। যিনি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ হয়েছেন। তারপর বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। একুশের নির্বাচনে মাদারিহাট থেকে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। তিনিও ২৪ -এর লোকসভা নির্বাচনে জয়ের পর বিধায়ক পদ ছাড়েন। একুশের নির্বাচনে হাড়োয়া থেকে জিতেছিলেন তৃণমূলের হাজী নুরুল ইসলাম। তিনিও লোকসভা নির্বাচনে জিতে সংসদ হয়েছেন। কিন্তু তিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। নৈহাটিতে জিতেছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক, তিনিও সংসদ হওয়ার পর বিধায়ক পদ ছেড়েছেন। একুশের নির্বাচনের সিতাই- এ জিতেছিলেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সাংসদ হবার পর বিধায়ক পথ ছাড়েন তিনি। তালডাংরায় জিতেছিলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী, তিনি ও সাংসদ হয়ে ছেড়েছেন বিধায়ক পদ। সব মিলিয়ে একুশের নির্বাচনে ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জিতেছিল তৃণমূল। একটিতে জিতেছিল বিজেপি প্রার্থী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আর জি কর কাণ্ডের আবহে এই নির্বাচনের দিকে তাকিয়ে থাকবে রাজ্যের মানুষ। উপনির্বাচনের কারা বাজিমাত করবে তা জানা যাবে ২৩ নভেম্বর, কারণ সেদিনই ফল প্রকাশ হবে ভোটের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *