আমাদের ভারত, ৯ জুন: ভোটের দামামা বেজে উঠল ফের। ভারতের ১৬ তম রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনার রাজীব কুমার রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করেন। আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হবে।
আগামী ১৫ জুন বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন কমিশনার। কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ জুন মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। ১৮ জুলাই ভোট হলেও ভোট গণনা হবে আগামী ২১ জুলাই।
জাতীয় নির্বাচন কমিশনের এই ঘোষণার পরেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে শাসক বিরোধী শিবিরে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ জুলাই।সেই বিষয়টি মাথায় রেখেই রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হলো। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হবে শুধুমাত্র দিল্লিতে।
সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে নির্বাচন কমিশন বলেছেন, এটি সম্পূর্ণ গোপন ব্যালটে ভোট হবে।
ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হয়েছে। সংসদ এবং বিধানসভায় ভোট হবে। ভোট দেওয়ার জন্য ১,২,৩ লিখে আপনার পছন্দেরটি জানাতে হবে। যদি প্রথম পছন্দ না দেওয়া হয়, তবে ভোটটি বাতিল হয়ে যাবে। নির্বাচনের সময় করোনা বিধি মেনে চলার কথা জানানো হয়েছে। ২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৪৮০৯ জন ভোট দেবে।
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক আলোচনা তুঙ্গে উঠেছে। লোকসভা নির্বাচনের আগে এটা একটা বড় পরীক্ষাই বটে। অমিত শাহের নেতৃত্বে বিজেপির ইতিমধ্যেই একাধিক বৈঠক হয়েছে। বিরোধীদের তরফেও এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনেও জোরদার লড়াই হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।