আদানি গোষ্ঠী ডুবলেও এলআইসির লগ্নিকারীদের উপর তার কোনো প্রভাব পড়বে না, বিবৃতি দিয়ে জানালো সংস্থা

আমাদের ভারত, ২ ফেব্রুয়ারি: এলআইসির কয়েক কোটি লগ্নিকারির ওপর শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর বিপর্যয়ের প্রভাব কোনো ভাবেই পড়বে না। বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত জীবন বীমা সংস্থা এলআইসি’র তরফে এই আশ্বাস দেওয়া হয়েছে বিবৃতি জারি করে।

আদানি এন্টারপ্রাইজের বিপুল লগ্নির কারণে শেয়ার বাজারে এলআইসির ভরাডুবি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে একাধিক সংবাদ মাধ্যমে। কিন্তু লিখিত বিবৃতিতে তা নাকচ করেছে এলআইসি কর্তৃপক্ষ। এলআইসির দাবি, ২০২২ সালে ৩০ সেপ্টেম্বরের হিসাবে তাদের মোট সম্পত্তির মূল্য ১ লক্ষ ৬৬ হাজার কোটি টাকা। আর ২৯২২ সালের ৩১ ডিসেম্বরের হিসেবে আদানি গোষ্ঠীর সবকটি সংস্থা মিলিয়ে এলআইসির কেনা শেয়ারের মূল্য ৩৫ হাজার কোটি টাকার কিছু বেশি অর্থাৎ সংস্থার মোট সম্পদের এক শতাংশও নয়। তাহলে তর্কের খাতিরে আদানি গোষ্ঠীর ভরাডুবির সম্ভাবনা মেনে নিলেও এলআইসির বিপুল ক্ষতির কোনো সম্ভাবনা নেই।

এলআইসির ব্যবসা এবং লগ্নি সংক্রান্ত বিস্তারিত তথ্য আদানিদের হাতে রয়েছে বলে যে খবর প্রকাশ হয়েছে তাকেও অসত্য বলে দাবি করেছে এলআইসি। গৌতম আদানি শিল্প গোষ্ঠী প্রতারণা নিয়ে হিডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর থেকে তাদের সাতটি সংস্থার শেয়ার লাগাতার পরেই চলেছে। এই পরিস্থিতিতে আদানি এন্টারপ্রাইজের নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে বুধবার। আর সেই দিনই কেন্দ্রীয় বাজেটের প্রস্তাব রেখেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এই পরিস্থিতিতে আদানি গোষ্ঠীতে বিপুল লগ্নি করা এলআইসি বা গৌতমকে ঋণ দেওয়া ব্যাঙ্ক বিপাকে পড়ে যেতে পারে বলে শুরু হয়েছে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *