আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ এপ্রিল: লকডাউন চলছে। কিন্তু রায়গঞ্জ শহরে বোঝার উপায় নেই যে এটা লকডাউন পিরিয়ড। সামাজিক দূরত্ব বজায় থাকছে না রায়গঞ্জ শহরে মোহনবাটী বাজারে। সেই অভিযোগে মোহনবাটী বাজার বন্ধ করে দিয়েছে প্রশাসন। বাজার বন্ধ করলেও তাতে কি যায় আসে! রায়গঞ্জ শহরে মোহনবাটী এলাকা থেকে বিধাননগর মোড় পর্যন্ত রাস্তার দু’ধারে মাছ এবং সব্জির দোকান নিয়ে বসেছে বিক্রেতারা। একইভাবে সুদর্শনপুর বাজার অন্যদিনের মত আজকেও বসেছে। ফলে রায়গঞ্জ শহরে এলে বোঝার কোনও উপায় নেই এটা লকডাউন পিরিয়ড। ক্রেতারা বাজার করছে সেখানে সামাজিক দূরত্ব একেবারেই বজায় রাখছেন না। আর এই অবব্যস্থার মধ্যে পুলিশের দেখা মিলছে না।