আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ এপ্রিল:
শালবনি ব্লকের সাতপাটি গ্রামের লঙ্কা চাষীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই গ্রামের চাষীরা বিগত দিনে লঙ্কা চাষ করে লাভবান হওয়ায় বেশি ফলন ও অধিক লাভ পাওয়ার লক্ষ্যে এবছর গোটা মাঠ জুড়ে লঙ্কা চাষ
করেছেনl কিন্তু লকডাউন এর ফলে তা নিরাশায় পরিণত হতে চলেছেl লাভ করা তো দুরঅস্ত চাষিরা বিক্রিই করতে পারছে না বলে গাছের লঙ্কা গাছেই শুকনো হয়ে যাচ্ছেl
বাইরে থেকে আড়তদারদের আসা বন্ধ হয়ে যাওয়ায় চাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেনl শালবনি ব্লকের লংকা চাষীরা জানিয়েছেন, বর্তমানে দুই থেকে তিন টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে লঙ্কাl এর ফলে মাঠের লঙ্কা তুলে বিক্রি করলে তাদের কোনো পড়তা নেইl যারফলে গাছের লঙ্কা গাছেই শুকচ্ছে।