সীমান্তে তথ্য সংগ্রহ করতে হিন্দি জানা দোভাষী নিয়োগ করছে চিনের লাল ফৌজ

আমাদের ভারত, ৪ মে: হিন্দি জানা তরুণদের সেনায় নিয়োগ করছে চিনের লাল ফৌজ। লাদাখ, উত্তরাখান্ড, সিকিম, অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় এদের মোতায়েন করা হচ্ছে। চিনের পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের তরফে সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নয়া ডিগ্রি প্রাপকদের হিন্দি দোভাষী হিসেবে নিয়োগ করার কাজ চলছে বলে গোয়েন্দা সূত্রে খবর।

জানা গেছে, গত দু’মাস ধরে চিনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দি দোভাষীর নিয়োগ প্রক্রিয়া চলছে। জুনের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চলেছে চিনা ফৌজ। চিন অধিকৃত তিব্বতের এলএসসিতে নানা গোপন তথ্য সংগ্রহের কাজের জন্যই তরুণদের নিয়োগ করা হবে বলে অনুমান ভারতীয় সেনার।

প্রায় দুই বছর হতে চলল লাদাখের গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের। কিন্তু এখনো সেই সংকট কাটেনি। হট স্প্রিং, গোগরা পোস্ট, দেবসাম প্যাংগং লেকের দক্ষিণ তীরে বেশ কিছু এলাকায় চিনা বাহিনীর আধিপত্য বজায় রয়েছে আর তার মধ্যেই হিন্দিভাষী নিয়োগের খবর অবশ্যই উদ্বেগজনক।

গালওয়ানের ঘটনার পরই তিব্বতের তরুণদের লালফৌজে শামিল করতে তৎপর হয়েছেন কারণ লাদাখের দুর্গম এলাকার সঙ্গে ওই তরুণরা যথেষ্ট পরিচিত, যা ভারতীয় সেনার বিরুদ্ধে সহজে কাজে লাগাতে চায় চিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *