স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ মে: শ্রাদ্ধশান্তি করা হলেও আত্মীয়দের খাওয়ানো হল না। আত্মীয়দের না খাইয়ে খাদ্য সামগ্রী বিলি করা হল গরিব মানুষদের। এমনই ঘটনার সাক্ষী থাকল নদিয়ার মাজদিয়া বাজার।
লকডাউনের কারণে জমায়েতের ক্ষেত্রে বাধা রয়েছে। সেটা মেনে সৌমাভ ও তার বোন ফাল্গুনি আত্মীয়দের খাওয়ানোর আয়োজন করেননি। তার পরিবর্তে গরিব-দুঃখীদের খাদ্য সামগ্রী বিলি করলেন।
ছবি: আকাশ বিশ্বাস।
জানাগেছে, মাজদিয়া বাজারের সুপ্তা সরকার প্রায় তিন বছর ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত এপ্রিল মাসের ২৯ তারিখে স্ট্রোক হয়ে তিনি মারা যান। তার ছেলেমেয়েরা তখন সিদ্ধান্ত নেন করোনা এবং লকডাউনের কারণে যেহেতু জমায়েতে বাধা রয়েছে তাই শ্রাদ্ধে আত্মীয়দের না খাইয়ে গরিব-দুঃখীদের খাদ্য সামগ্রী বিলি করবেন। মার প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার ছেলে সৌমাভ সরকার ও মেয়ে ফাল্গুনী বিশ্বাস ১২৫ জন দুঃস্থ গরিব দুঃখীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
সৌমাভ ও তার বোন ফাল্গুনী জানান, দান বা ত্যাগের মত মানসিক অবস্থা আমাদের এখন নেই, মানুষকে আমরা নারায়ণ সেবা দেবার ব্যবস্থা করেছি যাতে আমাদের মার আত্মার শান্তি প্রাপ্তি ঘটে।