রাজেন রায়, কলকাতা, ৩ নভেম্বর: সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতি শ্রমিক স্বার্থে বাজি বিক্রির দাবি জানালেও এবারের কালীপুজোয় বাজি পোড়ানো বন্ধ রাখার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষের কথা ভেবে সরাসরি বিক্রি বা ফাটানো নিষিদ্ধ না করলেও কোভিড রোগীদের পক্ষে বায়ুদূষণ মারাত্মক, এই আবেদন জানিয়ে এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই আর্জির কথা জানান। একই সঙ্গে দুর্গাপুজোর মতো এবার কালীপুজোর বিসর্জনেও শোভাযাত্রা বের করা যাবে না বলেও জানানো হয়েছে।
জানা গিয়েছে, কালীপুজোয় বাজির বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ নবান্নের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। কালীপূজায় বাজি পোড়ানো হলে করোনা রোগীদের মৃত্যুহার বেড়ে যেতে পারে, এমন আবেদন আগেই করেছিলেন চিকিৎসকরা। এদিকে বাজি শিল্পের সঙ্গে যুক্ত লোকজনরাও তা নিয়ে প্রতিবাদ করেন। তার পরেই কালীপুজোয় কোনও বাজি না পোড়ানোর আবেদন করে রাজ্য সরকার।
জানানো হয়, দুর্গাপুজার মত কালীপুজোতেও মাস্ক ব্যবহার আবশ্যিক। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আদালত নির্দেশিত নিষিদ্ধ বাজি তো বটেই, দয়া করে কেউ কোন বাজি ব্যবহার করবেন না। রোগীদের শরীরে বাজির ধোঁয়া থেকে মারাত্মক প্রভাব পড়তে পারে। তাই উৎসব সংযত এবং শান্তভাবে পালিত হবে।”