জঙ্গলমহল কাপে জয়ী ১১১২ জন প্রতিযোগীকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

সাথী দাস, পুরুলিয়া, ২০ জানুয়ারি: জঙ্গলমহল কাপের ১১১২ জন জয়ী প্রতিযোগীকে চাকরি দিচ্ছে রাজ্য সরকার। আজ তাঁদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে একটি প্রশাসনিক বৈঠক সারেন। সেখান থেকেই একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিল্যান্যাস করেন মুখ্যমন্ত্রী। তার পরই জঙ্গল মহল কাপে বিজয়ীদের চাকরি দেওয়ার কথা জানান তিনি। এবার জঙ্গল মহল কাপে ২৭৭২টি ক্লাব অংশগ্রহণ করেছে। সেখানে রাজ্য স্তরে বিভিন্ন ইভেন্টে ১১১২ জন জয়ী প্রতিযোগীদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

পুরুলিয়ার ৯টি মাও উপদ্রুত থানা ঝালদা, কোটশিলা,  জয়পুর, আড়ষা, বলরামপুর, বাঘমুন্ডি, বরাবাজার, বান্দোয়ান এবং বোরো থানা সহ বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের উপদ্রুত থানা এলাকার যুবক যুবতীদের নিয়ে ফুটবল ও অন্যান্য ক্রীড়া সংস্কৃতির চর্চা বাড়িয়ে মানসিক, শারীরিক ভাবে সুস্থ রাখতে এই বার্ষিক প্রতিযোগিতা শুরু হয়। ২০১৩ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাবনার বাস্তবায়ন করেন। সেই থেকে থানা, মহকুমা, জেলা এবং রাজ্য স্তরে এই প্রতিযোগিতা হয়ে আসছে। করোনা আবহের প্রতিকূলতাকে সরিয়ে রেখে এবারও সেই আকর্ষণীয় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *