আমাদের ভারত, ৩০ জুন: রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য দেখতে মহানায়ক উত্তম কুমারের মতো। এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্যে খোঁচা দিয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু ফেসবুকে লিখেছেন, “ডিজি আমাদের খুব ভালো মানুষ, দেখতে উত্তম কুমারের মতো, মঞ্চ থেকে মন্তব্য মমতার। আজকাল কি মুখ্যমন্ত্রী প্রিয়দর্শন চেহারা দেখে পুলিশের ডিজি নিয়োগ করছেন?
আমি আর কদিন? পরবর্তী প্রজন্মকে যে আর কি দেখতে হবে, আর তা সহ্য করে যেতে হবে!“
এই পোস্টের প্রায় ১২ ঘন্টা পর বৃহস্পতিবার বেলা পৌনে বারোটায় লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা হয়েছে যথাক্রমে ৪৮০, ৬৫ ও ৭।
প্রসঙ্গত, বুধবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। সেখানেই খানিক মজার ছলে এই কথা বলেন তিনি। সভায় মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলেন, ডিজির কিছু বলার আছে কি না? মাইক্রোফোন তুলে ডিজি বলতে উদ্যত হলে মুখ্যমন্ত্রী হেসে বলেন, ‘ডিজি খুব শান্ত। দেখতে-শুনতে এক্কেবারে উত্তমকুমারের মতো।“ মুখ্যমন্ত্রীর সহাস্য মজাদার এই মন্তব্যের পরেই প্রশাসনিক সভার গুরুগম্ভীর পরিবেশ হয়ে ওঠে সামান্য হালকা। প্রশাসনিক কর্তাদের ঠোঁটে ফুটে ওঠে হাসির রেখা। আর দাপুটে ডিজি মৃদু হেসে মুখ নামিয়ে নিয়েছিলেন। লজ্জায় হয়ে উঠেছিলেন লাল।

