পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: রবিবার সন্ধ্যায় কলকাতা থেকে ২৬৩টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার ছিল ১০ টি পুজো।

মেদিনীপুর শহরের বিপ্লবীদের শুরু করা কর্নেলগোলা আদি সর্বজনীন, ছোট বাজার সর্বজনীন এর পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি সবং এর তেমাথানিতে পল্লীশ্রী ক্লাবের পুজোর উদ্বোধন করেন। এই পুজো কমিটির সভাপতি আবু কালাম বক্স জানান, ২৮ বছরের পুজোয় এবারের আকর্ষণ মন্দিরের আদলে হোগলা পাতার সুন্দর কারুকাজ করা মন্ডপ। চন্দন নগরের আলোক সজ্জায় ফুটে উঠেছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুইঁয়া, প্রাক্তন বিধায়ক গীতারানী ভুঁইয়া।

মুখ্যমন্ত্রী খড়্গপুরের ৩ টি, ঘাটালের ২ টি, দাসপুরের ১ টি এবং কেশপুরের ১ টি পুজোর উদ্বোধন করেন। পুজো উদ্যোক্তারা এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বহু মানুষ ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীকে শারদ শুভেচ্ছা জানান।


