রাজেন রায়, কলকাতা, ৪ অক্টোবর: সামনে দলিত বন্ধু মুখোশ রাখলেও আদতে বিজেপি যে এই জমানাতেও ভোটব্যাঙ্কের জন্য জাতপাতের রাজনীতিকে প্রশয় দেয়, বিজেপির এই স্বরূপ প্রকাশ্যে আনতে বরাবরই সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। হাথরাস কাণ্ডের প্রতিবাদে বিজেপি দলকে দলিত বিরোধী প্রমাণ করতে শনিবারই পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী। এবার সোশ্যাল মিডিয়াতেও বিজেপি–কে ‘দলিত বিরোধী’ আখ্যা হাথরাস–কাণ্ডের প্রতিবাদ জানালেন তিনি।
তিনি এদিনের টুইটে লিখেছেন,‘বিজেপি–শাসিত রাজ্যগুলিতে দলিতদের ওপর অত্যাচারের কথা আজ সবারই জানা। সে সব আর গোপন নেই। ওই দলের দলিত–বিরোধী নীতি আজকের তারিখে এবং এই যুগে জাতপাতের রাজনীতিকে প্রশ্রয় দেয়। তাঁদের (দলিত সম্প্রদায়ের মানুষের) কষ্ট বিজেপি এবং এই দলের নেতাদের কখনওই শান্তিতে থাকতে দেবে না।’
এর পরই হিন্দিতে দুই লাইনের একটি প্রতিবাদী–ছড়া লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে লিখেছেন, ‘কর রহি হ্যায় জো দলিত কা সর্বনাশ, উন ভাজপা কা হোগা সত্যনাশ’ অর্থাৎ যারা দলিতদের সর্বনাশ করছে একদিন তাদেরও সত্যনাশ হবে।’