নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ জানুয়ারি:
ধর্মঘটীদের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর সফরে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, ধর্মঘটের নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না। যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
ধর্মঘটীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। মানুষকে শান্তিতে থাকতে দিন। মমতা বলেন, ট্রেন লাইনের নীচে বোমা রাখা কোনও আন্দোলন নয়। এটা গুন্ডামি ছাড়া আর কিছুই নয়। এতে যদি কোনও ক্ষতি হতো তাহলে সাধারণ মানুষের হতো। ধর্মঘটীদদের উদ্দেশ্যে কটাক্ষ করে মমতা বলেন, প্রতিবছর চারটে করে বন্ধ ডাকতে হবে বামেদের। বনধ না করে বামেদের আন্দোলন করার পরামর্শ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সিপিএমের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ঘোলা জলে মাছ ধরতে যাবেন না। তাহলে মানুষ আরও আপনাদের থেকে চলে যাবে। এমনিতেই দলটা সাইনবোর্ড হয়ে যাচ্ছে বলে বামেদের কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।