“বাংলাকে গুজরাত হতে দেব না”, সঙ্গীত মেলা থেকে ফের বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ২৩ ডিসেম্বর: বুধবার সঙ্গীত মেলার উদ্বোধনের মঞ্চ থেকেও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফের আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘বাংলায় এসে বাংলার যতই নিন্দা করুন, বাংলাকে গুজরাত বানাতে দেব না। যতই বাংলার বদনাম করার চেষ্টা হোক, বাংলার আশেপাশে কেউ আসতে পারবে না। বাংলার বিভাজনের কোনও স্থান নেই। সকলের ধর্ম আলাদা হলেও মানুষ কিন্তু একই। গোটা মানবজাতি একটা পরিবার। একে ভাগ হতে দেব না।’

বুধবার আলিপুরের উত্তীর্ণতে বাংলা সঙ্গীত মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন বর্ণময় সঙ্গীত শিল্পীদের স্মৃতিচারণ করার পাশাপাশি বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ে সঙ্গীত জগতের মানুষকে বিশেষ ভূমিকা নিতে হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সঙ্গীত যেমন নানা রঙের সমাহার নানা যন্ত্রের ব্যবহার তেমনই জীবনের নানা রঙ। এটাই বৃহত্তর মানবজাতির পরিচয়। একে ভাগ হতে দেব না।”

মুখ্যমন্ত্রীর লেখা গানেই সঙ্গীত মেলার উদ্বোধন হয়। এদিন মঞ্চে পাহাড় থেকে জঙ্গলমহলের লোকপ্রসার শিল্পীদের, সঙ্গীত সম্মানে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। এদিন শিল্পী অসীমা মুখোপাধ্যায়কে ‘‌সঙ্গীত মহাসম্মান’‌ পুরস্কারে ভূষিত করে রাজ্য সরকার। এবং পল্লব ঘোষ, মণিকমল ছেত্রি, জয়তী চক্রবর্তী, মিনা মুখোপাধ্যায়, সন্ধ্যা হেমব্রম, নুর আলম সহ মোট ১৪ জন শিল্পীকে তুলে দেওয়া হয় ‘‌সঙ্গীত সম্মান’‌ পুরস্কার। এমনকি সাঁওতাল শিল্পী বাসন্তি হেমব্রমকে সঙ্গীত সম্মানে ভূষিত করে তাঁর সঙ্গে মঞ্চে পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ডিসেম্বর-জানুয়ারিতে ৬৩০টি মেলার আয়োজন করছে রাজ্য সরকার বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *