রাজেন রায়, কলকাতা, ৪ জানুয়ারি: বঙ্গ বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত আখ্যা দিয়ে এবং নিজেদের ভূমিপুত্র দাবি করে বঙ্গ সংস্কৃতি এবং বাঙালির আবেগ হাতিয়ার করে ভোট বৈতরণী পার হতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বলে মনে করছে অভিজ্ঞ মহল। তার অঙ্গ হিসেবে আজ তিনি নবান্নে জানান, ২৩ জানুয়ারি হল দেশনায়ক দিবস। কেন্দ্রীয় সরকার ছুটি দিক না দিক, রাজ্যে সরকারি ছুটি থাকছে। ওই দিন বেলা ১২টা বেজে ১৫ মিনিটে রাজ্য জুড়ে সাইরেন বাজবে কারণ ওই সময়েই নেতাজীর জন্ম হয়েছিল। ওই দিন রাজ্য সরকার এক মিছিলের আয়োজন করবে। সমাজের সকল স্তরের মানুষদেরও যোগ দেওয়ার জন্য আহ্বান করা হবে।
সাইরেন বাজানোর পাশাপাশি বেলা ১২টা ১৫ মিনিটে রাজ্য জুড়ে বাড়ি বাড়ি উলুধ্বনি দেওয়া ছাড়াও বাজানো হবে শঙ্খ। আর ওই সময়েই শ্যামবাজার থেকে শুরু হবে রেড রোডে নেতাজীর মূর্তির উদ্দেশ্যে পদযাত্রা। সেই মিছিলে অংশ নেবে কলকাতা পুলিশের ব্যান্ডও।
পাশাপাশি চলতি বছরের ২৬ জানুয়ারি রেড রোডের প্যারেডে নেতাজীকে নিয়ে থাকবে ট্যাবলো। তবে সব থেকে বড় আকর্ষণ হবে নেতাজির জীবনীমূলক তথ্য সহ ১৫ আগস্টে রেড রোডের প্যারেড। রাজ্য সরকার কারও কাছ থেকে কোনও রকম অর্থসাহায্য না নিয়ে নেতাজী সুভাষচন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তুলবে। রাজারহাটে তৈরি করবে আজাদহিন্দ ফৌজ মনুমেন্ট। রাজ্যের প্রত্যেকটি স্কুল, কলেজে ও বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠবে এনসিসির ধাঁচে জয়হিন্দ বাহিনী। সেই বাহিনীর সভ্য হতে যে সব পড়ুয়া এগিয়ে আসবে তাঁদের পরবর্তীকালে সরকারি চাকরি, শিক্ষা, গবেষণার ক্ষেত্রে কিছু সুযোগসুবিধা দেওয়া হবে।