করোনা সরঞ্জাম দুর্নীতিতে হট ফেভারিটকে লুকোচ্ছেন মুখ্যমন্ত্রী! শ্বেত পত্র প্রকাশের দাবি রাজ্যপালের

রাজেন রায়, কলকাতা, ২১ আগস্ট: শিক্ষা থেকে স্বাস্থ্য, আমফান থেকে রেশন, সবক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ পেলেই সরাসরি মুখ্যমন্ত্রী তথা রাজ্য প্রশাসনকে বিঁধে ট্যুইট করতে দেখা যায় রাজ্যপাল জগদীপ ধনকরকে। আর এবারে খোদ রাজ্যের তরফে করোনার চিকিৎসা সরঞ্জাম দুর্নীতি প্রকাশ্যে আসায় বিন্দুমাত্র সময় নষ্ট না করে টুইট যুদ্ধে নেমে পড়লেন তিনি। বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর দুটি টুইট করে বুঝিয়ে দিয়েছেন, রাজ্য দুর্নীতির তদন্তের নাম করে যাতে কোনোভাবেই উল্টে দুর্নীতি চাপা না দেয়।

https://twitter.com/jdhankhar1/status/1296690360563900416?s=19

বৃহস্পতিবার সকালে এই খবর প্রকাশ্যে আসার পরেই রাজ্যপাল জগদীপ ধনকড় ইঙ্গিতপূর্ণ ট্যুইটে তিনি লেখেন, দুর্নীতি করে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে একজন ‘হট ফেভারিট ম্যান ফ্রাইডে’-কে। এই নিয়ে সিদ্ধান্ত গ্রহণকারীরাই এমএপিকে বাঁচাতে ব্যস্ত।” তবে তার নাম প্রকাশ না করলেও তিনি লিখেছেন, অতিরিক্ত দুই মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবকে নিয়ে তদন্ত যেন নিরপেক্ষ হয়, তার বিশ্বাসযোগ্যতা রাখতে হবে।’

https://twitter.com/jdhankhar1/status/1296690621621481473?s=19

শুক্রবার তিনি টুইট করে আরও করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মহামারী ক্রয়ে কোটি কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এ ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য। কেনাকাটার কাটমানি কোথায় গেল, কে বা কারা লাভবান হলেন-সেটা খোঁজাই তদন্তের একমাত্র কাজ হওয়া উচিত। করোনা ক্রয়ের হিসাব, কোথা থেকে কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছেন তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ হোক। স্বচ্ছতার অভাবেই দুর্নীতি জন্ম।’ যদিও এই নিয়ে নবান্নের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *