Debjit, Mamata, “মুখ্যমন্ত্রী সরাসরি বিএলও-দের হুমকি দিচ্ছেন“, দাবি বিজেপি-র দেবজিতের

আমাদের ভারত, ২৯ জুলাই: বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে যখন বাংলার ভোটার তালিকা থেকে বহু লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তখন সোমবার বোলপুরে দাঁড়িয়ে বুথ লেভেল অফিসার তথা বিএলও-দের স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

বিজেপি নেতা তথা দলের মুখপাত্র দেবজিৎ সরকার মুখ্যমন্ত্রীর সংশ্লিষ্ট ভাষণের ক্লিপিং যুক্ত করে সামাজিক মাধ্যমে অভিযোগ করেছেন, “পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী সরাসরি বিএলও-দের হুমকি দিচ্ছেন! তাঁদের ভোটার তালিকাকে সংশোধন করতে বারণ করে দিচ্ছেন!”

মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত এই পোস্টে প্রতিক্রিয়া ও শেয়ার হয়েছে যথাক্রমে ২০৩ ও ৫৫৪। দেখেছেন প্রায় ১ লক্ষ লোক। প্রতিক্রিয়ায় প্রায় সকলেই বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য ও বলার ধরণে।

অন্য পৃথক পোস্টে জাতীয়তাবাদী শিক্ষক নেতা চিরঞ্জিৎ ধীবর লিখেছেন, “আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি আমি ভুয়ো ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেবো। আমি বিএলও। নিরপেক্ষ ভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদের আপনি চাকরি দেন নি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন! আব্দুর রকিব লিখেছেন, “পুলিশ মন্ত্রীটা যেন কে? প্রশাসন খারাপ কাজের মধ্যে যুক্ত তো কোনো স্টেপ নিচ্ছেন না কেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *