অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২২ মার্চ: “নির্লজ্জ মুখ্যমন্ত্রী এই কি আপনার সুশাসন?” রামপুরহাটের ঘটনায় কড়া মন্তব্য করলেন প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তাঁর মতে, মুখ্যমন্ত্রী তোলাবাজ খুনী দলের ঠ্যাঙাড়ে বাহিনীর উপর নির্ভরশীল।
মঙ্গলবার মান্নান এক বিবৃতিতে লিখেছেন, “দলীয় গোষ্ঠীদ্বন্দ্বে উপপ্রধান নৃশংসভাবে খুনের পরই তৃণমূলের গুন্ডা বাহিনী ব্যাপক তাণ্ডব চালায়। একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে নিরীহ ছয়জন মহিলা দু’জন শিশু সহ পনের জন মানুষকে পুড়িয়ে মারে। একশ্রেণির তাঁবেদার পুলিশ প্রশাসন ও তোলাবাজ খুনী দলের ঠ্যাঙাড়ে বাহিনীর উপর নির্ভরশীল মুখ্যমন্ত্রী আজকে রাজ্যে চরম অরাজকতা সৃষ্টি করেছেন।
এতদিন বিরোধী দলের নেতা কর্মীদের প্রতিবাদী মানুষকে কে পুলিশ লকআপে কিংবা অন্যভাবে ষড়যন্ত্র করে খুন করা হতো। আর এখন নিজের দলের খুনীরা দলীয় কর্মীদেরই খুন করছে। অপরাধীদের আড়াল করতে সিদ্ধহস্ত মুখ্যমন্ত্রীর বশংবদ একজন আইপিএস অফিসারকে সব ঘটনাতেই গঠিত সিট- এর দায়িত্ব দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
টিএমসি দলের সৎ নিষ্ঠাবান শান্তিকামী নেতা কর্মীদেরও আজ ভাবতে হবে। সবাইকে আজ প্রতিবাদে সোচ্চার হতে হবে। আর বহুমুখী প্রতিভার অধিকারিণী মাননীয়া মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই-সত্তর দশকে কে করুণাকরন কেরলে কংগ্রেসের মুখ্যমন্ত্রী থাকার সময়ে তাঁর রাজ্যে পুলিশ লকআপে রাজন নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়। এর জন্য দায়কে কোনও ভাবে এড়িয়ে না গিয়ে নিজে পদত্যাগ করেন। অপরাধীদের কঠোর শাস্তি হয়।
এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো কংগ্রেসের সৃষ্টি। কংগ্রেসের ভালো দিকটা অনুসরণ করতে পারলেন না? যে দলের গর্ভে টিএমসি-র জন্ম হলো, তাদের সব বদ গুণগুলো ওনার পাথেয় হয়ে গেল।”