আমাদের ভারত, ৫ অক্টোবর: ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ষড়যন্ত্রের দাবি উড়িয়ে দিয়ে পাল্টা কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ডিভিসির জল ছাড়ার কমিটিতে রাজ্যের ইঞ্জিনিয়াররা থাকেন। ফলে এই সিদ্ধান্ত তারা জানেন। তাঁর কথায়, তৃণমূলের আমলে নদী সংস্কার হয়নি, তাই সমস্যা হচ্ছে।
সুকান্তবাবু মুখ্যমন্ত্রীর ডিভিসি’কে নিয়ে করা মন্তব্যের পাল্টা জবাব দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কৃত্রিম শত্রুতা তৈরি করছেন। একইসঙ্গে তৃণমূলের বিজয়া সম্মেলনি নিয়েও খোঁচা দিতে ছাড়েননি তিনি। সুকান্ত মজুমদারের কথায়, “তাদের তো ইদ সম্মেলনি করার কথা।”
শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে ডিভিসির জল ছাড়া নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন। এদিকে সুকান্ত মজুমদার দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে কোনো সমস্যা হলেই হয় বাম আমলের কথা টেনে আনেন, সিপিআইএমকে দোষী সাব্যস্ত করেন, অথবা রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলে ডিভিসির জল ছাড়াকে দায়ী করেন।
এই বিষয়ে সুকান্ত মজুমদার আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো খো খো খেলা শিখেছেন। কোথায়, কখন কিভাবে খো খো খেলার চাল দিতে হয় সে বিষয়ে উনি পারদর্শী। তাই আগামী দিনে উনি রাজ্যের খো খো খেলা ট্রেনার হিসেবে নিযুক্ত হতে পারেন।
অন্যদিকে দুর্গা পুজো শেষ হবার পরেই ভোট ময়দানের লড়াইতে নামতে একেবারে তৈরি মোদী মন্ত্রিসভার এই মন্ত্রী। কারণ শুক্রবার বিজেপি দপ্তরের বৈঠকে সুকান্তবাবু বক্তব্য রাখতে গিয়ে মনে করিয়ে দেন, নির্বাচনে এগিয়ে আসছে।

