আমাদের ভারত, হাওড়া, ৬ এপ্রিল: করোনা সংক্রমণের বিষয়ে হাওড়া জেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত ৬ থেকে ৭ জন আক্রান্ত করোনায়। বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য হাওড়ার জেলাশাসক ও পুলিশ কমিশনারকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আজ বিকেলে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরে হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে আসেন মুখ্যমন্ত্রী।রক্তদাতা পুলিশকর্মীদের উৎসাহ দেন তিনি এবং পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন।
মুখ্যমন্ত্রী জানান, এখন চারিদিকে রক্তের সংকট চলছে তার জন্য এই উদ্যোগ পুলিশের। করোনা প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ডে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে উপদেষ্টা পদে রাখা হয়েছে।করোনার পাশাপাশি তাঁকে ডেঙ্গির উপরেও নজর রাখতে বলেন মুখ্যমন্ত্রী।