১০ ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী, তুঙ্গে প্রশাসনিক তৎপরতা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ ফেব্রুয়ারি: আগামী ১০ ফেব্রুয়ারি বুধবার উত্তর দিনাজপুর জেলায় সুবিশাল তৃণমূল কর্মীসভায় যোগ দিতে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুর দুই জেলার সীমান্ত কালিয়াগঞ্জ ব্লকের চান্দোল ময়দানে কর্মীসভায় বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে জেলা পুলিশ ও প্রশাসনের তৎপরতা এখন তুঙ্গে। শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জ ব্লকের সভাস্থল খতিয়ে দেখতে চান্দোল ময়দানে যান উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, রায়গঞ্জের মহকুমাশাসক অর্ঘ্য ঘোষ সহ প্রশাসনিক কর্তারা। সভাস্থল ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যাবস্থাও খতিয়ে দেখেন তাঁরা। পুলিশ প্রশাসনের পাশাপাশি সভাস্থল পরিদর্শনে যান উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম দাস সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, বুধবার বিকেলেই তাঁর কাছে নির্দেশ আসে দুই দিনাজপুর জেলার কেন্দ্রস্থলে কর্মীসভা করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো দুই জেলার পুলিশ প্রশাসন ও তৃণমূলের দলীয় শীর্ষ নেতৃত্ব কালিয়াগঞ্জ ব্লকের চান্দোল ময়দানকে মুখ্যমন্ত্রীর সভাস্থল হিসেবে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়। সভাস্থল পরিদর্শনে জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্ব আজ চান্দোল ময়দানে আসেন। আগামী ১০ ফেব্রুয়ারি চান্দোল ময়দানে সভাস্থল করায় দুই দিনাজপুর জেলার কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর কর্মীসভায় যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *