আশিস মণ্ডল, রামপুরহাট, ৫ নভেম্বর: দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার নবান্ন থেকে রামপুরহাট দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার ডিপোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট ডিপোতে উপস্থিত থেকে ফিতে কেটে উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। ডিপো থেকে রাজ্যের বিভিন্ন রুটে ১৬টি বাস চলাচল করবে বলে জানা গিয়েছে।
রামপুরহাট শহর হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার। ফলে রামপুরহাট শহরে দক্ষিণবঙ্গের একটি ডিপোর দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি তৎকালীন পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে এসে ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে নতুন বাস স্ট্যান্ডের অবশিষ্ট জায়গা পরিদর্শন করে যান। এরপরেই প্রায় তিন কোটি টাকা ব্যয়ে বাস ডিপোর কাজ শুরু হয়। প্রাথমিক ভাবে ডিপোর প্রশাসনিক বিল্ডিং এবং বাস মেরামতের জায়গা করা হয়েছে। চলতি বছরের ২ জুন করোনা আবহে জরুরিভাবে নির্দিষ্ট রুটে কয়েকটি বাস চলানো শুরু করা হয়। এরপরেই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল।
দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার ইনচার্জ দীপ্তিমান সিংহ বলেন “আপাতত কলকাতা, সিউড়ি, আসানসোল, মালদা এবং উত্তরবঙ্গে বেশ কিছু বাস দেওয়ার চেষ্টা করব। তবে আগামী দিনে উত্তরবঙ্গের রায়গঞ্জ, বালুরঘাট রুটে বাস দেওয়ার চেষ্টা করব। এই ডিপো আমাদের কাছে উত্তরবঙ্গের প্রবেশ পথ হবে। ফলে এই ডিপো গুরুত্বপূর্ণ। কারণ এখানে থেকে দিনে বাস ছেড়ে আবার বাস ফিরতে পারবে উত্তরবঙ্গ থেকে। এখনই এখানে যাত্রী শেড কিংবা বাসের সেড করা যায়নি। তবে ধীরে ধীরে করা হবে”।