অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৫ সেপ্টেম্বর: জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম জেলার বেশ কয়েকটি সর্বজনীন পুজার উদ্বোধন হয়ে গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে। দু’ বছরের কোভিড মহামারির কালো ছায়া অতিক্রম করে এবার শারদীয়া আলাদা মাত্রা নিয়ে এসেছে বঙ্গবাসীর কাছে। রবিবার জেলার ব্লকগুলির মধ্যে চারটি এবং ঝাড়গ্রাম পুরসভা এলাকার দুটি সর্বজনীন দুর্গা পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জামবনি ব্লকের ডুমুরিয়া সর্বজনীন দুর্গা পুজা কমিটি এবং গোপীবল্লভপুর এক ব্লকের গোপীবল্লভপুর থানা সর্বজনীন দুর্গা পুজা, কাঁটাপাহাড়ি পশ্চিমপাড়া সর্বজনীন দুর্গা পূজা(লালগড়), শ্রী শ্রী নারায়ণপুর সর্বজনীন দুর্গা পুজা (বিনপুর) এবং ঝাড়গ্রাম পুর এলাকায় ঘোড়াধরা পার্ক সর্বজনীন দুর্গা পুজা এবং পুরাতন ঝাড়গ্রাম সর্বজনীন দুর্গা পূজার ভার্চুয়ালি উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এদিন মন্ডপ গুলির বাইরে বড়ো স্ক্রিন লাগানো হয়েছিল যাতে মানুষজন পুরো উদ্বোধন অনুষ্ঠান দেখতে পারেন।


