আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৮ সেপ্টেম্বর:
উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ তথা রাজ্যের মধ্যে অন্যতম বৃহৎ পুলিস সুপারের অফিসের উদ্বোধন হল আলিপুরদুয়ার জেলাসদরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মঙ্গলবার বিকেলে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কার্যালয় নবান্ন থেকে পুলিশ দিবস পালনের সভামঞ্চ থেকে নতুন পুলিস ভবনের উদ্বোধন করেন।
আলিপুরদুয়ারের ডুয়ার্স কন্যায় এই লাইভ ভিডিও কনফারেন্সে এদিন উপস্তিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, পুলিস সুপার অমিতাভ মাইতি সহ গোটা জেলার পুলিস প্রশাসনের শীর্ষ কর্তারা। অন্যদিকে আলিপুরদুয়ারে পুলিশের নতুন ভবনের উদ্ধোধনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি কল্যান বন্দোপাধ্যায় সহ আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী,জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ একাধিক নেতৃত্ব।নতুন ভবনের উদ্ধোধন হওয়ায় স্বাভাবিকভাভেই খুশির হাওয়া জেলা পুলিশের সকল স্তরের পুলিশকর্মীরা।

একই দিনে আলিপুরদুয়ার পুলিসের তরফে নতুন আর একটি পরিষেবার সূচনা হয়েছে। যাকে সংকল্প বলে অভিহিত করেছে জেলা পুলিস। সংকল্প পরিষেবার সূচনা করেন জলপাইগুড়ি রেঞ্জের ডি আই জি কল্যাণ ব্যানার্জি।সৌরভ চক্রবর্তী, মৃদুল গোস্বামী, ঋতব্রত ব্যানার্জি, শিলা দাস সরকারের মত পরিচিত বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এদিন সংকল্প পরিষেবার সূচনায়।
উল্লেখ্য, জেলা গঠনের পর জেলাশাসকের কার্য্যালয় ডুয়ার্স কন্যা তৈরি হয়েছে। যা ইতিমধ্যেই জেলার আইকনিক ভবন। ডুয়ার্স কন্যার ঠিক পাশেই তেমনই সুদৃশ্য জেলা পুলিস সুপারের মূল অফিস ভবনের উদ্বোধন হল। সেই সঙ্গে পুলিসের ১০০ ডায়াল পরিষেবা, প্রবীণ বয়স্ক নাগরিকদের জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ ৯৭৭৫৭৫৯১০০ নম্বরের উদ্বোধন হয়েছে।

কল্যাণ ব্যানার্জি বলেন, আলিপুরদুয়ারের পুলিস মানুষের পাশে সবসময় রয়েছে। সংকল্প পরিষেবা তার উদাহরণ।’ পুলিস সুপার অমিতাভ মাইতি বলেন, ১০০ ডায়াল পরিষেবাকে সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে ব্যবহার করা হবে। এবার থেকে একসাথে ৭ জন ফোন করলেও আমরা দিনরাত সকলের ফোন গ্রহণ করতে পারব। একাকী বয়স্করা হোয়াটসঅ্যাপ নম্বরে কোনও কিছু সাহায্য চাইলে সঙ্গে সঙ্গে বাড়িতে পৌঁছে যাবে পুলিস।”
উল্লেখ্য, ১০০ ডায়াল করেও পুলিসের নাগাল পাওয়া যায় না, এমন একটা অভিযোগ ছিল। সেই অভিযোগ আর থাকবে না বলে মনে করা হচ্ছে। ১ সেপ্টেম্বর পুলিস দিবস পালন করার কথা থাকলেও প্রয়াত হন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ৭ দিন পর আজ গোটা রাজ্য জুড়ে পুলিস দিবস পালন করা হয়, যা গোটা দেশে একটা নজির তৈরি করলো। পুলিসি ব্যবস্থার সার্বিক সংস্কার, উন্নয়নে এদিন টানা ১ ঘন্টার বেশি বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২০১৪ সালে আলিপুরদুয়ার কে নতুন জেলার মর্যাদা দিয়েছিল বর্তমান রাজ্য সরকার। জেলা পাবার সেই আবেগ এখনো অটুট। ডুয়ার্স কন্যার ঠিক পাশেই ৪ তলা পুলিস ভবন তৈরি শুরু হয়েছিল ২০১৮ সালে। জানা গেছে, জেলা পুলিসের সবকটি বিভাগ এবার একই ছাদের তলায় চলে আসবে। শহরের এক্কেবারে মধ্যেখানেই থাকায় খুব সহজে জেলার যেকোনও স্থান থেকেই মানুষ সহজেই পুলিস ভবনে চলে আসতে পারবে। মোট ৪০টি পৃথক রুম রয়েছে অফিশিয়াল কাজের জন্য। জেলা পুলিস সুপার ছাড়াও অতিরিক্ত পুলিস সুপার, ডেপুটি পুলিস সুপারদের অফিস থাকছে একই ভবনে। থাকছে সাইবার ক্রাইম শাখাও।

