আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৯ ফেব্রুয়ারি:
উত্তর ২৪ পরগনার বারাসত জেলা সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু হল । সোমবার, নেতাজী ইনডোর স্টেডিয়াম থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বারাসত হাসপাতালে তার সূচনা করেন, সুপার ডা: সুব্রত মন্ডল, সাংসদ কাকলী ঘোষ দস্তিদার এবং বারাসাতের পৌর প্রশাসক সুনীল মুখোপাধ্যায়।
মানুষকে রক্তের গ্রুপ অনুসারে রক্ত দেওয়া হয়। তাতে ক্যান্সার রোগীদের, ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে রক্ত নেওয়া জেলার ব্লাড ব্যাংক থেকে সম্ভব ছিল না। কারন জেলার ব্লাড ব্যাংক রক্ত থেকে প্লাজমা আলাদা করে দেওয়ার কোনও পরিকাঠামো এতদিন পর্যন্ত ছিল না। এই সব রোগীদের রক্ত দরকার পড়লে ছুটে যেতে হত কলকাতার ব্লাড ব্যাংকে, এই প্রথম উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু হল, যার ফলে উত্তর ২৪ পরগনার রোগীদের রক্তের যে কোনও দরকারে আর কলকাতা ছুটতে হবে না। বারাসাত জেলা হাসপাতালে আসলেই সেই রক্ত পাবেন রোগীরা।

