৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি বাস-মিনিবাসের যাবতীয় কর মকুবের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ৬ আগস্ট: করোনা পরিস্থিতির কথা বিচার করে এবার বেসরকারি বাসের যাবতীয় কর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মকুব করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে তিনি এই কথা ঘোষণা করেন। একই সঙ্গে মোটর ভেহিক্যাল অ্যাডিশনাল কর এবং পারমিট ফিও মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ মহামারীর জেরে প্রায় ৪৫ দিন বন্ধ ছিল বাস, মিনিবাস পরিষেবা। তারপর ধীরে ধীরে চালু করা হলেও যাত্রীসংখ্যা বেঁধে দেওয়া হয়। আগের মত যাত্রীসংখ্যা না হওয়ায় এমনিতেই লোকসান হচ্ছিল বাসমালিকদের। তার মধ্যে পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় তাদের অবস্থা আরও শোচনীয় হয়ে যায়। কোথাও কোথাও তারা বাস চালানো বন্ধ করে দেন। আবার কোথাও নিজেরাই অতিরিক্ত ভাড়া দাবি করে বাস চালাতে থাকেন।

এই পরিস্থিতিতে প্রথমে বাসপিছু ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও বিশেষ লাভ হচ্ছে না বলে জানান বাসমালিকরা। এরপরই রাস্তায় বাস তুলনামূলকভাবে কম নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বাসমালিকরা। তাতে রীতিমতো বিরক্ত হন মুখ্যমন্ত্রী। যাত্রী পরিষেবা না দেওয়া হলে ওই বাস রাজ্য সরকার অধিগ্রহণ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তারপর যদিও রাস্তায় নামে বেশি সংখ্যক বাস।

কিন্তু বাসমালিক সংগঠনের কথা বিবেচনা করে এবার বেসরকারি বাস এবং মিনিবাস সংগঠনের দাবি শেষ পর্যন্ত মেনে নিলেন মুখ্যমন্ত্রী। এ দিন তিনি এই কর মকুবের কথা ঘোষণা করার পর তার উপস্থিতিতে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, এই সিদ্ধান্ত শুধুমাত্র নন-এসি অর্থাৎ সাধারণ মানুষের গণ পরিবহনের জন্য নেওয়া হয়েছে। এসি বাস গুলি এই কর মকুবের অন্তর্ভুক্ত নয়, কারণ তারা যে পরিমাণ ভাড়া নেয় তাতে তাদের লোকসান পুষিয়ে যাচ্ছে। তাই আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুবের সঙ্গে মোটর ভেহিক্যাল অ্যাডিশনাল কর এবং পারমিট ফিও মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *