বাংলা গানের লাইনেও পদ্ম ফুটতে দিলেন না মুখ্যমন্ত্রী, নিজের মতো বদলে দিলেন গানের কথা

আমাদের ভারত, ২১ ডিসেম্বর: রাজ্যে তো নয়ই এমনকি বাংলা গানের লাইনেও পদ্ম ফোটার সুযোগ দিতে চাইলেন না মুখ্যমন্ত্রী। বুধবার অ্যালেন পার্কে বড়দিনের ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনের মঞ্চে বক্তৃতা দিতে ওঠেন মমতা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বাংলা গানের লাইন বদলে দেন মুখ্যমন্ত্রী। কারণ সেই লাইনে পদ্ম ফোটার কথা ছিল।

নাসিরউদ্দিন শাহ ও শর্মিলা ঠাকুর অভিনীত বাংলা ছবি প্রতিদানের গানটির লাইন গাইছিলেন মমতা। সেই গানে একটি লাইন ছিল “তোমারই ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে।” কিন্তু গান গাইতে গাইতেই থমকে গেলেন মুখ্যমন্ত্রী। বললেন, “তোমারই ক্ষমা দিয়ে তুমি আপন করে নাও তাকে।” তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, “কথাটা আমি একটু বদলে দিলাম।”

কেন কথা বদলালেন মমতা তা আর বলার প্রয়োজন তিনি মনে করেননি। কিন্তু সেই কারণ বুঝতে অসুবিধা হয়নি কারোর। মুখ্যমন্ত্রী আসলে পদ্ম ফোটাতেই চাইছেন না। মুখ্যমন্ত্রীর বিজেপির প্রতি রাজনৈতিক বিরোধিতার প্রকাশটাই এভাবে করেছেন। সেই কারণেই গানের লাইনে এভাবে বদল এনেছেন।

গৌরী প্রসন্ন মজুমদারের কথা ও বাপ্পি লাহিড়ীর সুরে লতা মঙ্গেশকরের কন্ঠে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। ছবিটি মুক্তির সাথে সাথেই বড়দিনের অনুষ্ঠানে প্রার্থনা সংগীত হিসেবে এই গানটি বিভিন্ন জায়গায় গাওয়া হয়ে থাকে। এমনকি মমতাকেও অনেক সময় গুনগুন করে এই গানটি গাইতে শুনেছেন অনেকেই।

কিন্তু সামনেই পঞ্চায়েত ভোট, আর তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। জেলায় জেলায় চলছে সভা। চরমে উঠেছে আক্রমণ ও পাল্টা আক্রমণের পালা। এর মধ্যেই বড়দিনের অনুষ্ঠানে মমতার বক্তৃতায় ভোট রাজনীতির ছোঁয়া থেকে গেল। যদিও এরপরে রাজ্য সরকার কিভাবে বড়দিনের উৎসব পালনের কর্মসূচি নিয়েছে তার বর্ণনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মনে করিয়েছেন বাংলার সব ধর্মের প্রতি সমান ভালোবাসার কথা। তিনি বলেছিলেন, “আমরা শান্তি চাই আমরা বিভেদ করি না, একাত্মবোধে বিশ্বাস করি। আর মনে করি বিভেদ মানেই সর্বনাশ। বড়দিনে আমার একটাই প্রার্থনা, বাংলাকে শান্তি স্বস্তি শক্তি ভক্তি দিন। অন্ধকার থেকে আলো আসার সুযোগ করে দিন। একই সঙ্গে তিনি বলেছেন, পঁচিশে ডিসেম্বর রবিবার পড়ে যাওয়ায় ২৬ শে ডিসেম্বর অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, “অন্য সরকার ২৫শে ডিসেম্বরের ছুটি বাতিল করে দিলেও আমাদের সরকার কিন্তু অতিরিক্ত একটা ছুটি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *