পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ: আগামী ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভার প্রচার সেরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মেদিনীপুরের প্রশাসনিক জনসভায় উপস্থিত হয়ে তিনি বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেন। সেই সঙ্গে গড়বেতায় দমকল কেন্দ্র, সবুজ সাথীর সাইকেল বানানোর জন্য খড়্গপুরে সাইকেল হাবের উদ্বোধন করেন।
মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে ঘোষণা করেন, আজ প্রায় সাত লক্ষ উপভোক্তাকে বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করা হলো। তিনি বলেন, ‘একসময় জঙ্গলমহল কাড়তো, এখন জঙ্গলমহলে স্কুল, বাড়ি, রাস্তাঘাট হচ্ছে। হাসপাতাল হচ্ছে। তিনি বলেন, বাংলাকে বঞ্চনা করা চলবে না, এই দাবিতেই মূলত আগামী ১০ তারিখে জনগর্জন সভায় উপস্থিত থাকার জন্য তিনি মেদিনীপুরের মানুষকে আহ্বান জানান। রাজ্যের চুক্তিভিত্তিক শ্রমিকদের পারিশ্রমিক ৩ হাজার ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে বলে তিনি জানান। খড়্গপুর রেল কলোনিতে আটটি ওয়ার্ডে ভোটের সময় এলেই বিদ্যুৎ ও জলপরিসেবা কেটে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন। তিনি রেল প্রশাসন ও বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এদের কাউকে উচ্ছেদ করলে এবার তিনি ব্যবস্থা নেবেন।
লোকসভা ভোটের আগে জেলা সফরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ঘাটাল মাস্টার প্ল্যানে ইতিমধ্যে রাজ্য ২৫০ কোটি টাকা খরচ করেছে। তাঁর দাবি, ‘আগামী দুই তিন বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করবে রাজ্য’। ‘আমরা দিল্লির ভিক্ষা চাই না’, বলেও তিনি কেন্দ্রকে আক্রমণ করেন।

