পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য ১০৫ টি ট্রেন ঘোষণা মু়খ্যমন্ত্রীর! দেখে নিন তালিকা

রাজেন রায়, কলকাতা, ১৪ মে: ভিন রাজ্যের শ্রমিকদের রাজ্যে ফেরাতে যে রাজ্য সরকার সচেষ্ট, তা বৃহস্পতিবার ট্যুইটের মাধ্যমে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এ দিন তিনি জানান, প্রথম পর্যায়ের ৮ টি ট্রেনের পর এবার ১০৫ টি ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে। পরে আরও ট্রেনের বন্দোবস্ত করা হবে।

পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে সচেষ্ট নয়, এমন দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার জবাবে রাজ্য স্বরাষ্ট্র দফতর জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবি সম্পূর্ণ বিভ্রান্তিমূলক এবং ভিত্তিহীন। রাজ্য শুধু নিজের রাজ্যের শ্রমিকদেরই নয়, এমনকি পশ্চিমবঙ্গে আটকে পড়া ভিনরাজ্যের শ্রমিকদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তারই অংশ হিসেবে এ দিন রেলমন্ত্রকের সঙ্গে কথার পর রাজ্যের আয়োজিত ১০৫টি ট্রেনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি ট্যুইট করে জানান, ‘‌আমাদের দেওয়া কথা মতো দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ফেরাতে আমরা বদ্ধপরিকর। তাই আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, রাজ্যের বাসিন্দাদের ফেরাতে আমরা মোট ১০৫ টি ট্রেনের আয়োজন করতে পেরেছি। আগামী বেশ কয়েকদিন ধরে এই ট্রেনগুলি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের নিজের শহরে ফিরিয়ে আনবে।’‌

এই বার্তার পাশাপাশি রাজ্য সরকারি ওয়েবসাইটের একটি লিংক শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, কোথা থেকে কোথায় ট্রেন আসবে, এবং কবে আসবে। পাঠকের সুবিধার্থে সেই তালিকা নিচে দেওয়া হল। দেখে নিন সেই তালিকা, যাতে বিস্তারিত রয়েছে ট্রেন ফেরার সময় এবং ট্রেন ছাড়ার স্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *