বিধানসভা অধিবেশনের শেষ দিনেও ৭২ হাজার কোটির নয়া প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ৮ ফেব্রুয়ারি: প্রকল্প বাস্তবায়ণ হবে কিনা তা জানা নেই, কিন্তু বাজেট অধিবেশনের পরেও সোমবার বিধানসভা অধিবেশনের শেষ দিনেও ফের আরও ৭২ হাজার কোটি টাকার নয়া প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর আগেই মুখ্যমন্ত্রী বাজেটের মোড়কে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন বলে অভিযোগ করেছিল বিরোধী দলগুলি। এবার ফের এই অভিযোগের জবাবে নয়া প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের ভোট অন অ্যাকাউন্ট বাজেটে একগুচ্ছ নয়া প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। বিধানসভায় দাঁড়িয়ে মোট ১৯টি শিল্প প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে কলকাতার লেদার কমপ্লেক্সের কমন ইফ্লুয়েন্ট প্ল্যান্ট। এই প্রকল্প বাস্তবায়ন হলে ওই এলাকায় কমবেশি ১৮টি ট্যানারি গড়ে উঠবে বলে জানান মমতা। হাবড়ায় হবে মেগা পাওয়ারলুম ক্লাস্টার। যেখানে বিনিয়োগ হবে প্রায় ৪০০ কোটি টাকা। হাওড়ার উদয়নারায়ণপুরে হবে তাঁতের হাট, জগদীশপুরে হোসিয়ারি পার্ক, উনসাসিতে টেক্সটাইল ও ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। উত্তরবঙ্গের জন্য দরাজহস্ত মুখ্যমন্ত্রীর। কোচবিহারে ভাওয়াইয়া শিল্পীদের জন্য হবে কমন ফেসিলিটি সেন্টার, মেখলা পোশাক তৈরির কারখানা, মালদায় সিল্ক পার্ক, শিলিগুড়িতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক পার্ক, বালুরঘাটে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিন্নাগুড়িতে হবে শিল্পাঙ্গন পার্ক। এ দিকে পুরুলিয়া পাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ। ফলতায় ফার্মাসিউটিক্যাল পার্ক, বজবজে ও বাঁকুড়ায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। পূর্ব বর্ধমানে বাতাসা, কদমা তৈরির কারখানা তৈরি হবে।

এদিন বিধানসভার বাজেট পর্বের শেষলগ্নে জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপি জমি যাতে শক্ত করতে না পারে তার জন্য এই নতুন প্রকল্প ঘোষণা বলে দাবি শাসকদলের। অন্যদিকে বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণা সারমর্ম নেই, তা বুঝে গিয়েছেন রাজ্যের মানুষ। গত ১০ বছরে কোনও শিক্ষক চাকরি পাননি কোনও কারখানা তৈরি হয়নি। তাই মুখ্যমন্ত্রী যতই স্বপ্ন ফেরি করুন, মানুষ ভোটবাক্সে তার জবাব দিয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *