জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: আলিপুরদুয়ারের বর্তমান এবং পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা করোনা মুক্ত হয়েছেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। আগস্ট মাসের মাঝামাঝি তিনি ছোট্ট একটি হার্ট অপারেশনের জন্য আলিপুরদুয়ার থেকে মেদিনীপুরের বাড়িতে আসেন।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, সেই সময় তিনি হাসপাতালে কয়েকজনের সংস্পর্শে আসেন যাদের মধ্যে দুজনের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তিনি করোনা পরীক্ষা করালে ২২ তারিখ তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তবে উপসর্গহীন হওয়ায় তিনি বাড়িতেই ছিলেন। এরপর ২৯ আগস্ট তার করোনা টেস্ট করার পর নেগেটিভ রিপোর্ট আসে। আগামী সোমবার আলিপুরদুয়ার যাবেন বলে গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন।

