আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১১ ফেব্রুয়ারি: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে নবদ্বীপ থেকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রার রথ। বৃহস্পতিবার উত্তর মুর্শিদাবাদ থেকে শুরু করে পুনরায় দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপিতে এল বিজেপির পরিবর্তন যাত্রার রথ। বৃহস্পতিবার দুপুরে খড়গ্রাম বিধানসভা, কান্দি বিধানসভা এবং বড়ঞাঁ বিধানসভা এলাকায় বিজেপির এই পরিবর্তন যাত্রার রথ পরিক্রমা করে।
উল্লেখ্য, বিজেপির পরিবর্তন যাত্রার রথ সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরবে বলে জানানো হয়েছিল বিজেপির পক্ষ থেকে। মুর্শিদাবাদে কয়েকদিন আগেই এসে পৌঁছয় বিজেপির এই পরিবর্তন যাত্রার রথ। আর এই পরিবর্তন যাত্রার রথ মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত ঘুরে অবশেষে বৃহস্পতিবার এসে পৌছালো কান্দি বিধানসভা এলাকায় কান্দি শহরে। কান্দি শহরে বিজেপির এই পরিবর্তন যাত্রার রথ ঢুকলে উৎসাহের সঙ্গে বিজেপির পরিবর্তন যাত্রা দেখবার জন্য ভিড় জমিয়েছিল বহু মানুষ। বৃহস্পতিবারের এই পরিবর্তন যাত্রার রথে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য নেতা তথা নবদ্বীপ জোনের পরিবর্তন যাত্রার প্রমুখ কল্যান চৌবে, রাজ্য সহ-সভাপতি মাহফুজা খাতুন, মুর্শিদাবাদ দক্ষিণ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ ও জেলা বিজেপি নেতা তপন চন্দ্র। বৃহস্পতিবার নবগ্রাম থানার পলসন্ডা থেকে এই যাত্রা শুরু হয়ে খড়গ্রাম ও বড়ঞা বিধানসভা ছুঁয়ে কান্দি পরিক্রমা করল বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে।
বিজেপির এই পরিবর্তন যাত্রাতে কান্দি থানার যশোহরি ও খড়সা এলাকায় মটর বাইক আটকে দেয় পুলিশ প্রশাসন। যদিও পরে পুলিশ ছেড়ে দেয় সেই বাইক। অন্যদিকে বিজেপির এই পরিবর্তন যাত্রাতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল জোর কদমে। কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সজাগ ছিল মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন।
বিজেপির দক্ষিণ জেলা সভাপতি গৌরী শঙ্কর ঘোষ বলেন, আগামী দিনে মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যে যে পরিবর্তন আসন্ন, তা আজ এই পরিবর্তন যাত্রাতে সাধারণ মানুষের উচ্ছ্বাস ও উন্মাদনার পারদ দেখেই বোঝা গেল।